মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত ‘চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বপন ন্সূতি ফুটবল একাডেমি সাটুরিয়াকে ১-২ গোলে পরাজিত করেছে ঢাকা জেলার কেরানীগঞ্জের ঢালি স্পোর্টস ক্লাব ভাওয়াল কেরানীগঞ্জ। শনিবার (৬ সেপ্টেম্বর ) বিকাল ৪ টার দিকে উপজেলার চারিগ্রাম এস এ খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্ট এর খেলার শুভ উদ্বোধন করেন-মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন ।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি (যুগ্ম সচিব) মোহম্মদ আব্দুর রাজ্জাক।চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেমেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি‘র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম তৌফিক আজম, চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিরি সভাপতি কামরুজ্জামান খানসহ স্থানীয় বিএনপি‘র অনেক নেতৃবৃন্ধ।খেলাটির উদ্বোধনীকালে পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন- খেলাধুলা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুর সৃজনশীলতা ও কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, একটি উন্নত শিল্পও বটে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। কিন্তু আমাদের দেশে খেলাধুলা ও শারীরিক শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকায় বর্তমান প্রজন্ম শারীরিকভাবে দুর্বল হয় এবং মানসিকভাবে বিষণ্নতায় ভোগে, বিপথগামী ও মাদকাসক্ত হয়ে ওঠে এবং নিজেদের কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত করে। আবার অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়।
প্রধান অতিথি ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন-
তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
এসময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন,সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।
মঈনুল ইসলাম খান শান্ত বলেন, খেলাধূলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে।সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে।আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।উদ্বোধনী খেলাটি দেখার জন্য হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।